অনলাইন ডেস্ক: ঢাকার সদরঘাট থেকে নদীপথে দক্ষিণবঙ্গের ভোলা জেলার ইলিশায় যাওয়ার পথে জাহাজের গা লেগে পানি সরে সরে যাচ্ছিল। কেননা লঞ্চ নয়; গতিসম্পন্ন জাহাজ, স্পিডবোটের মতো গতি। মাঝপথে স্রোতের কারণে একটি ইলিশ লাফিয়ে ওঠে, আর জাহাজে দাঁড়িয়ে থাকা সেই ইলিশ ধরে ফেলেন এক যাত্রী।
এমনটাই দাবি করেছে ঢাকা থেকে বরিশাল-ভোলাগামী একটি বেসরকারি নৌপরিবহন সংস্থা।
বেসরকারি পরিবহন সংস্থা গ্রিনলাইন জাহাজ কর্তৃপক্ষ আজ বুধবার দুপুরে নিজের অফিশিয়াল ফেসবুকে এমন তথ্য জানিয়েছে। সেই সঙ্গে পোস্ট করেছে মাছের ছবিটিও।
সংস্থাটি বলছে, আজকে ঢাকা থেকে ভোলার ইলিশা যাওয়ার সময় আমাদের এমভি গ্রিনলাইন-২ জাহাজে ছবির ইলিশ মাছটি লাফ দিয়ে ওপরে উঠে এলে আমাদের এক যাত্রী মাছটি ধরে ফেলে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com