বরিশাল খবর : ঈদের দিনে কুমিল্লায় বাসচাপায় চাচা-ভাতিজা নিহত হয়েছেন। রবিবার (১০ জুলাই) বিকাল সাড়ে ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার।
নিহতরা হলেন কুমিল্লার বরুড়ার উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের নবীপুর গ্রামের মো.মাকছুদুর রহমান ওরফে মাসুদ রানা (৩৮) ও তার ভাতিজা ফাহাদ হোসেন (৭)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি ইকবাল বাহার জানান, নবীপুর গ্রাম থেকে কোরবানির মাংস নিয়ে কুমিল্লা শহরের বাসায় যাওয়ার পথে বিকাল সাড়ে ৪টায় সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় দুর্ঘটনায় চাচা ও ভাতিজা দুই জনই নিহত হন।
নিহত মাসুদ রানার মামা মাওলানা শাহ আলম বলেন, বিকাল ৩টায় কোরবানির আনুষ্ঠানিকতা শেষে মাংস নিয়ে কুমিল্লা শহরের বাসায় যাওয়ার সময় বাসচাপায় আমার ভাগিনা ও নাতি মারা যান। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটে তা আমরা এখনও জানি না।
কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, আমরা জেনেছি বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com