আব্দুল্লাহ বাশার, ঝিনাইদহ:
ঝিনাইদহের মহেশপুর থেকে ৪৫০ বোতল অবৈধ ভারতীয় ফেন্সিডিল ও দুই কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে থানা পুলিশ। বুধবার ভোর রাতে উপজেলার রাজাপুর বড়বাড়ী টু যাদবপুর রাস্তার পাশে বাহার ইট ভাটার পিছন থেকে ফয়জুর রহমান (২৮)কে আটক করেন। সে বেদবাড়ীয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে।
মাদক উদ্ধারের বিষয় জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল মোহাইমিনুল ইসলাম বলেন,সিমান্ত দিয়ে অবৈধ মাদকদ্রব্য আসছে এমন গোপন সাংসদের ভিত্তিতে মহেশপুর থানার অফিসার ইনর্চাজ সেলিম মিয়ার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ৪৫০ বোতল ফেন্সিডিল ও দুই কেজি গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ী কে আটক করতে সক্ষম হয়। এবং মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com