পটুয়াখালীর মহিপুর থানার ডাবলুগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণায় গিয়ে এক শিশুকে (১০) ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ নেতা দেলোয়ার তালুকদারকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ৯টায় পার্শ্ববর্তী ধুলাসার ইউনিয়নের বাবলাতলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে মহিপুর থানায় রোববার সকালে একটি ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নৌকা প্রতীকের প্রচারণা চালাতে বরকতিয়া গ্রামে যায় ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ারসহ বেশ কয়েকজন কর্মী। এ সময় প্রচারণার ফাঁকে কর্মীরা একটি ঘরে চা খেতে বসে। ওই সুযোগে দেলোয়ার ওই শিশুর ঘরে গিয়ে তাকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চালায়। পরে শিশুটির ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে গেলে দেলোয়ার দৌড়ে পালান।
মহিপুর থানার ওসি আবুল খায়ের মামলা নেওয়ার কথা স্বীকার করে জানান, আসামিকে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com