নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল-বাবুগঞ্জ লাকুটিয়া আঞ্চলিক সড়কের ঝড়ঝড়িয়াতলা নামক স্থানের সদর উপজেলার চড়বাড়িয়া ইউনিয়নের কাগাশুরার সাথে বহু পুরোনো সংযোগ ব্রিজটির চারপাশের রেলিং ভেঙে গেছে। ক্ষত হয়ে বিরাট আকারে ভাঙনের সৃষ্টি হয়েছে ব্রিজটির মাঝ বরাবরও। বরিশাল সদর উপজেলার চড়বাড়িয়া-কাশিপুরের সাথে সরাসরি যাতায়াতের জন্য কোমলমতি শিক্ষার্থী সহ হাজার হাজার মানুষের একমাত্র ভরসা ঝড়ঝড়িয়াতলা-কাগাশুরা সড়ক পথটি। ব্যবসায় বানিজ্য, স্কুল-কলেজসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিদিন কয়েকশত মানুষ ব্রিজটি ব্যাবহার করে আসছে। স্থানীয় তরুণ সমাজসেবক হায়দার আলি সহ একাধিক ব্যাক্তি বলেন, ব্রিজটি অনেকদিন ধরেই ঝুঁকিপূর্ণ হয়ে আছে স্থানীয় জনপ্রতিনিধিদের কারোই এর প্রতি কোন সুদৃষ্টি নেই। প্রতিদিন এখান থেকে মালবাহী ট্রাক, পণ্যবাহী মিনি ট্রাক সহ বোঝাই করে নানা ধরনের গাড়ি চলাচল করছে এই সড়ক পথে। এখনই এটা সংস্কার প্রয়োজন। এভাবে ভাঙতে থাকলে একসময় বড় ধরনের দূর্ঘটনার মাধ্যমে জীবনহানীর আশঙ্কা রয়েছে। তাই ব্রিজটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com