মো: মনির আকন,মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : সারা দেশের ন্যায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পর্যায়ে মিনা দিবস পালিত হয়েছে। “নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে নানা কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় দিবসটি পালনের শুরুতে উপজলা চত্বরে কোমলমতী শিক্ষার্থীদের নিয়ে একটি র্যালি বের করা হয়। এতে ব্যানার ও সচেতনতামূলক লেখা ফেস্টুন নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়। দিবসটি উদযাপনের অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছেন বিকাল ৪ টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্ণাঢ্য র্যালিটি উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে পুনঃরায় আবার পরিষদে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, উপজেলা শিক্ষা অফিসার রুহুল আমিন, থানার ইন্সপেক্টর (অপারেশন) আব্দুল হালিম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ইউনুস আলী, হায়দার আলী খান, হেমায়েদ গাজী, প্রধান শিক্ষক মাইনুল ইসলাম, রমা রানী বল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com