পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় পানিসম্পদ প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুর রহমানের বিরুদ্ধে স্থানীয় সাংসদের ব্যক্তিগত সহকারী (পিএ) হাসান মিয়াকে দুই দফা হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার বিকেলে হাসান মিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।জিডি সূত্রে জানা গেছে,দুপুরে ঘূর্ণিঝড় আম্পানের জলোচ্ছ্বাসে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বলেশ্বর নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করতে যান পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। বেলা দুইটার দিকে প্রতিমন্ত্রীকে স্বাগত জানাতে মঠবাড়িয়া উপজেলার প্রবেশদ্বার ঝাউতলা এলাকায় যান প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। সেখানে স্থানীয় সাংসদ মো. রুস্তম আলী ফরাজীর পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সাংসদের পিএ হাসান মিয়া। হাসান মিয়াকে দেখে উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান গালাগাল করতে থাকেন। এরপর বেলা সাড়ে তিনটার দিকে প্রতিমন্ত্রী বলেশ্বর নদের ভাঙন পরিদর্শন শেষে ফেরার পথে উপজেলার বড়মাছুয়া এলাকায় আরিফুর রহমান পুনরায় হাসান মিয়াকে দেখে উত্তেজিত হয়ে দেখে নেওয়ার হুমকি দেন।
হাসান মিয়া বলেন, ‘আরিফুর রহমান আমাকে অশ্লীল ভাষায় গালাগালি করে। এরপর বলে, তোর ব্যবস্থা করতে আছি। তুই নিশ্চিহ্ন হয়ে যাবি।’অভিযোগের বিষয়ে আরিফুর রহমানের মুঠোফোনে ফোন দিলে তিনি ধরেননি।মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ জেড এম মাসুদুজ্জামান বলেন, আরিফুর রহমানের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com