মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বলেশ্বর নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারা দেশে (৭-২৮) অক্টোবর মাছ নিধরনের ২২দিনের নিষেধাজ্ঞা রয়েছে। সরকারি এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে ইলিশ ধরা বন্ধে উপজেলার বলেশ্বর নদীর ছোট মাছুয়া, হোতাখাল, তুলাতলা, কাটাখাল, মাঝের খাল, বড়মাছুয়া খেয়া ঘাট, ভোলমারা, মাঝের চর, সাংরাইল থেকে খেতাছিড়া পর্যন্ত অভিযান চালিয়ে অবৈধ বেহুন্দি জাল সহ মাছ ধরার বিভিন্ন অবৈধ সরঞ্জাম উদ্ধার করা হয়। এবং পরে তা নদীরে তীরে এনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান চলাকালে বলেশ্বর নদীতে মৎস্য আহরণরত কোন নৌযান পাওয়া যায় নি।
এ সময় উপস্থিত ছিলেন মো. মনিরুল ইসলাম সহকারী প্রকল্প পরিচাল মৎস্য অধিদপ্তর, মোঃ হাফিজুর রহমান, উপ-সহকারী পরিচালক পিরোজপুর জেলা মৎস্য কার্যালয়, অলিউর রহমান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মঠবাড়িয়া প্রমুখ। তাদের এ কাজে সহায়তা করেন থানা পুলিশ।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান জানান, মা ইলিশ সাধারণ (৭ -২৮) অক্টোবর এই প্রজনন সময় ডিম ছাড়ে। এসময় কিছু অসাধু জেলে নদীতে ইলিশ শিকার করে। আমরা গত বেশ কয়েকদিন ধরে বলেশ্বর নদীর বিভিন্ন পয়েন্ট অভিযান চালিয়ে আসছি। এ অভিযান অব্যাহত থাকবে। সবার সহযোগিতায় আমরা মা ইলিশ রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবো।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com