মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে ফার্মেসী সড়কে তামিম টেলিকম নামে মোবাইলের দোকানে চুরির নাটক সাজানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বণিক সমিতি। মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত ৮ টায় মঠবাড়িয়া বনিক সমিতির কার্যলয় সমিতির সাধারণ সম্পাদক শামসুল হাসান খোকা মিয়া লিখিত বক্তব্যে বলেন, তামিম টেলিকমের মালিক মিরাজ দাবী করেছে গত ২৭ ডিসেম্বর’২২ রাতে তার মোবাইলের দোকান চুরি হয়েছে। সকালে এ খবর তিনি দ্রুত ছড়িয়ে দিয়ে আশপাশের দোকানী ও তার স্বজনদের দ্বারা বণিক সমিতি ও আইন-শৃঙ্খলা বাহিনী সম্পর্কে অশ্লীল মন্তব্য করে। বণিক সমিতির সদস্যরা ওই দোকানের সামনে “মোবাইল প্লাস” নামক দোকানের সিসি ফুটেজে দেয়া যায় মিরাজের দোকানের ৩ টি তালা কাঁটা হয়েছে, একটি তালা ঝুলাণো রয়েছে এবং চুরির মতো কোন ঘটনা ঘটেনি। বণিক সমিতি মনে করেন এটা মিরাজের সাজানো নাটক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বণিক সমিতির সভাপতি মোঃ শামসুল আলম জমাদ্দার, সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম উল হক, স্থানীয় কাউন্সিলর ব্যবসায়ী শফিকুর রহমান, ব্যবসায়ী সাংবাদিক জাহিদ উদ্দিন পলাশ, সিয়াম গার্মেন্টস এর স্বত্তাধিকারী সাংবাদিক মিজানুর রহমান মিজু, আরিফ ট্রেডার্সের মালিক মো. আরিফুর রহমান সোহাগসহ পৌর শহরের শতাধিক ব্যবসায়ি।
মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com