মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মহারাজ তালুকদার (৪০) নামে এক ব্যক্তিকে এলোপাথারী কুপিয়ে মারাত্মক জখম প্রতিপক্ষরা। এলোপাথারী কোপানোর কারণে তার বাম হাতের আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। মঙ্গলবার (৩ জানুয়ারী) দুপুরে উপজেলার উদয়তারা বুড়িরচর গ্রামে জিয়া তালুকদারের বাড়ির সামনে এ নৃশংস ঘটনা ঘটে। মঙ্গলবার রাতেই একই এলাকার মৃত. আঃ মজিদের ছেলে মূল হামলাকারী ইস্কান্দারকে আটক করে মঠবাড়িয়া থানা পুলিশ। মারাত্মক আহত মহারাজ তালুকদার বুড়িরচর গ্রামের মোতাচ্ছের তালুকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়, মহারাজ তালুকদারের সাথে প্রতিবেশী ইস্কান্দার গংদের বাড়ির সিমানা নিয়ে বিরোধ চলে আসছে। মঙ্গলবার দুপুরে ইস্কান্দার ও তার দলবল সিমানার নালা থেকে মাটি উত্তোলন করলে মহারাজ বাঁধা দেন। দু‘জনার মধ্যে বাকবিতান্ডার এক পর্যায় ইস্কান্দার এর হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে মহারাজকে কোপ দেয়। এসময় মহারাজ কোপ ঠেকাতে গেলে তার বাম হাতে বৃদ্ধা আঙ্গুলি বিচ্ছিন্ন হয়ে যায়। মহারাজ আত্মরক্ষায় দৌড় দিলে হামলাকারীরা ধাওয়া করে এলোপাথারী কুপিয়ে মৃত্যু ভেবে ফেলে রেখে যায়। স্থানীয়রা আহত মহারাজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার এবং ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, মহারাজের জবানবন্দি অনুযায়ী এঘটনায় জড়িত থাকায় ইস্কান্দারকে আটক করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com