ঈসা শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত
১৮ জানুয়ারি ২০২৩ বুধবার বিকাল ৩ টায় শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম এম.এ বারী’র সহধর্মিনী ও সংগঠনের নির্বাচিত অর্থ সম্পাদক সেলিনা আক্তার। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব আর কে রিপন, কার্যনির্বাহী সদস্য এ জে আলমগীর, তানভীরা শারমীন, তানজিল ইসলাম মিম সহ প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসাকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
সভায় আরো সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ২৭ জানুয়ারি রোজ শুক্রবার বিকাল ৪টায় কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে শেরে বাংলার কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। সভায় উপস্থিত থাকবেন শেরে বাংলার সুযোগ্য দৌহিত্র, সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদসহ মাননীয় বিচারপতি, ভাষাসৈনিক, সংসদ সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মো. মঞ্জুর হোসেন ঈসা ইতিপূর্বে বরিশাল খবর অনলাইন পোর্টালের উপদেষ্টা নির্বাচিত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com