ভোলা প্রতিনিধি:
ভোলায় কঠোর বিধি-নিষেধের মধ্যে স্বাস্থ্যবিধি অমান্য করা এবং বিনা কারণে বাইরে ঘোরাঘুরি করায় ২৬ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া এসময়ে সাত উপজেলায় এক হাজার ৬১ জনকে জরিমানা করা হয়েছে। জেলার সাত উপজেলায় সর্বমোট ১২১টি ভ্রাম্যমাণ আদালতে এক হাজার ২৩টি মামলা হয়েছে। এ পর্যন্ত মোট জরিমানা করা হয়েছে ১০ লাখ ২৯ হাজার ১৫০ টাকা। এদিকে কঠোর বিধিনিষেধের জেলার সাত উপজেলায় সাতটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে ৫০ জনকে ৪০ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া দু’জনকে তিনদিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, নৌ বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড ও র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল চলছে। এছাড়া চেকপোস্ট ও পুলিশের টহল রয়েছে।
সড়কে চলেনি কোনো গণপরিবহন। নেই যানজট, ভিড় কিংবা জনসমাগম। সড়ক গুলো ফাঁকা দেখা গেছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com