ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে দুর্গম দ্বীপচর চর নিজাম থেকে দুটি হরিণ শাবক উদ্ধার করা হয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসের হাত থেকে হরিণ দুটি লোকালয়ে চলে আসে। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা হরিণ উদ্ধার করে চিকিৎসা দিয়েছে। বিকেলে বর্তমানে হরিণ দুটি কালকিনি বন বিভাগের অফিসে বন কর্মকর্তাদের হেফাজতে আছে। সেখানেই প্রাথমিক চিকিৎসা চলছে। বৈরী আবহাওয়া কেটে গেলে হরিণ গুলো বনে অবমুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছে বিভাগীয় বন কর্মকর্তা তৌফিকুল ইসলাম। ঝড়ের সময় সংরক্ষিত বন থেকে হরিণ দুটি লোকালয়ে চলে আসে। এদের মধ্যে একটি হরিণ বড় অরপটি অপেক্ষাকৃত ছোট।
তাদের চিকিৎসা করা হয়েছে। দুই একদিন পর হরিণ শাবক বনে অবমুক্ত করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com