মোঃ রাকিবুল ইসলাম রুবেল,ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে দুই মামলায় সাজাপ্রাপ্ত মো. জামাল হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে ঢাকার শ্যামবাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার উপ-পরিদর্শক (এসআই) মো.শহিদুল ইসলাম।
তিনি বলেন, জামালের বিরুদ্ধে ২০১৮ সালে একটি মাদক মামলা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে দুই বছরের সাজা প্রদান করেন বিচারক। এছাড়া ২০১৯ সালে চেক ডিজঅনার মামলায় আরো এক বছরের সাজা হয় জামালের বিরুদ্ধে। এরপর থেকেই পালিয়ে থাকতে শুরু করে জামাল। বুধবার সংবাদ পেয়ে ঢাকার শ্যামবাজার থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হই।
তিনি আরো বলেন, বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত জামালকে জেল হাজতে প্রেরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com