ভোলা প্রতিনিধি:
কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন রক্ষার্থে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে অবিলম্বে দেশের সবধরণের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৩ জুন) বেলা ১১টায় ভোলা প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আহবান জানিয়ে বক্তরা বলেন, দীর্ঘ ১৫ মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আমরা আমাদের ভবিষ্যত নিয়ে শঙ্কিত। দেশের অন্য সবকিছু খোলা থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে রাখা হয়েছে। যার ফলে আমরা হতাশায় ভুগছি।মহামারি করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শিক্ষাব্যবস্থা। শিক্ষার সঙ্গে জড়িত সবকিছুতেই বিপর্যয় নেমে এসেছে।শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার একাধিক তারিখ দিলেও তা খুলছে না। এতে শিক্ষার্থীরা নানান ধরনের অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে পড়ছে। তাই আমরা চাই অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হোক।
ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা উত্তর শাখার সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী সভাপতিত্বে ও সহ-সাংগঠিক মাওলানা ইউনুছ আদনান সঞ্চালয়ান মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাবেক সহ-সভাপতি তাজউদ্দীন ফারুকী, সাধারন সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক আব্দুল মমিন, দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদল হাসান, শ্রমিক আন্দোলনের সাধারন সম্পাদক মাওলানা গোলাম মোরর্শেদ,যুব আন্দোলন সভাপতি ইব্রাহিম খলিল, শিক্ষক ফোরামের সভাপতি মাওলানা আব্দুর রহমান চৌধুরী, ছাত্র আন্দোলের মাওলানা সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com