ভোলা প্রতিনিধি:
ভোলার দৌলতখান মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করছে দৌলতখান থানা পুলিশ। উপজেলার ভবানীপুর মাছঘাট সংলগ্ন মেঘনা নদীর তীর থেকে এ লাশ উদ্ধার করা হয়।স্থানীয় জেলেরা জানান বিকালে ভবানীপুর সংলগ্ন মেঘনা নদীতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভাসা অবস্থায় দেখতে পান। পরে দৌলতখান থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে নিয়ে যান। তবে তার কোন পরিচয় পায়নি। এ ব্যাপারে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে বলে জানান তিনি। তবে ধারনা করা হচ্ছে তার বয়স (৪৫) হবে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com