ভোলা প্রতিনিধি:
ভোলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত ওয়াশ পরিপত্র-২০১৫ পানি স্যানিটেশন এবং হাইজিন সেক্টরের জন্য প্রনীত ১১টি নির্দেশনা সকলের অংশগ্রহণের মাধ্যমে বাস্তবায়িত করার লক্ষ্যে উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডার গণের সাথে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার পানি, স্যানিটেশন ও হাইজিন পরিস্থিতি উন্নয়ন ও শুদ্ধাচার নিশ্চিতে অনুষ্ঠিত হয়। ভোলা সদর উপজেলার পরিষদ সম্মেলন কক্ষে সামাজিক দুরত্ব বজায় রেখে মাধ্যমিক বিদ্যালয়ের পানি, স্যানিটেশন ও স্বাস্থ্য পরিস্থিতি উন্নয়নে সরকারী ও বেসরকারী স্টেকহোল্ডারগনের সাথে ঐক্যমত গঠন সভায় সভাপতিত্ব করেন উপজেলা পানি ব্যবস্থাপনা নাগরিক কমিটির সভাপতি মোঃ আবু তাহের। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোশারেফ হোসেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াদ হাসান, একাডেমিক সুপারভাইজার মোঃ সিরাজুল ইসলাম, নার্সিং ইনিস্টিটিউট এর নার্সিং ইনস্ট্রাক্টর মোঃ আফজাল হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন চেয়ারম্যান, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষ, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও নাগরিক কমিটির সদস্যবৃন্দ।
সভায় উপস্থিত কর্মকর্তাগন বিদ্যালয়ের পানি, স্যানিটেশন ও স্বাস্থ্য খাতের সমস্যা গুলো পর্যালোচনা করে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এডভোকেসি ও লবিং এর মাধ্যমে কিভাবে স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশগ্রহণের মাধ্যমে সমস্যাগুলো সমাধান করা যায় তা আলোচনা করেন। ঐক্যমত গঠন সভা দুটি উইনের সহযোগীতায় ডরপ কর্তৃক পরিচালিত হয়।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com