সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধিঃ
এক সময় পরিবার স্বজনদের সাথে ঈদ করলেও এখন দিন কাটছে ভোলার নিজাম-হাসিনা বৃদ্ধাশ্রমে। যেখানে পরিবার পরিজন ছাড়া ঈদ যেন আর দশটা দিনের মতোই ছিলো স্বাভাবিক। উৎসবের সেই রং নেই তাদের কাছে। ছেলে-মেয়ে পরিবারের জন্য যে বাবা-মা নিজেদের আনন্দ তুচ্ছ করেছেন। জীবনের শেষ বেলায় এসে যেন নি:সঙ্গ ঈদ করেছে সেই প্রবীনরা। তাই তো বৃদ্ধাশ্রমে থাকা সেই বৃদ্ধদের কিছুটা ঈদের আনন্দ দেওয়ার জন্য একদল তরুন শিশু-কিশোররা ছুটে যায় বৃদ্ধাশ্রমে। তাদের সাথে ঈদের আনন্দ সামিল হন। কাছে পেয়ে নিজের নাতি-নাতনির আদর কিছুটা হলেও অনুভব করেন বৃদ্ধরা।
ঈদের সময় তাদের আত্মীয় স্বজনকে কাছে পায়নি বৃদ্ধাশ্রমে থাকা বাবারা। তাই কিছুটা শুণ্যস্থান পূরণের সামান্য চেষ্টা করেন করেন ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ ও ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স এর একদল কিশোর-কিশোরীরা।
তাদের হাতে কেক খেয়ে প্রিয়জনকে কাছে না পাওয়ার দু:খ কিছু সময়ের জন্য ভুলে যান তারা। তাই তো গান গেয়ে গল্প করে হাসি খুশী সময় পার করেন নাতি-নাতনির বয়সের কিশোর-কিশোরীদের সাথে। ন্যাশনাল চিলড্রেন ট্রাস্কফোর্স (এনসিটিএফ) ভোলা জেলা সাধারণ সম্পাদক মো: ওয়াহিদ ইমন তালুকদার জানায়, আমরা যখন পরিবারের সাথে বাবা-মার সাথে ঈদ কাটাচ্ছি তখন বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধরা একাকি ঈদ উদযাপন করছে। এমন কিছু বাবা-মা আছে তারা আজ পরিবার থেকে বিচ্ছিন্ন।তারা ঈদের দিনও তাদের ছেলে-মেয়ে নাতি-নাতনিকে দেখার ইচ্ছা থাকলেও কাছে পাচ্ছেনা। তাই আমরা এই বৃদ্ধাশ্রমে থাকা এই নানার বয়সের মানুষদের কিছুটা আনন্দ দেয়ার জন্য ছোট্র ইকটু আয়োজন করেছি। তাদের ইকটু খুশী রাখার জন্য। ইয়ুথ পাওয়ার এর নির্বাহী সদস্য ও এনটিসিটিএফ ভোলা জেলার সভাপতি শাফায়েত হোসেন সিয়াম বলেন, আমরা বৃদ্ধা নিবাসে থাকা বৃদ্ধাদের সাথে ঈদে আনন্দ ভাগাভাগি করতে পেরে খুবই খুশী। তারাও আমাদের পেয়ে খুবই খুশী হয়েছেন। আমরা আজকে তাদেরকে নিয়ে কেক কেটেছি। তাদের কে ইকুট হাসি খুশী রাখতে পেরে আমাদের সবাই খুশী। আমাদের এই ধরনের আয়োজন সামনের দিকে অব্যাহত থাকবে। বৃদ্ধাশ্রম থাকা আব্দুল মান্নান বলেন, ঈদ মানে আর দশটা দিনের মতোই। সন্তান থেকেও যেন নেই। কিন্তু আমাদের এই বৃদ্ধাশ্রমে আমাদে সাথে আমাদের নাতি-নাতনির বয়সের শিশুরা আমাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আসছে আমাদের খুবই ভালো লাগছে। ওদের সাবাইকে আল্লাহ বাচাঁয়ে রাখুক বলে দোয়া করেন। পাশাপাশি এই সন্তানদের কাছে যেন তাদের বাবা-মা ভালো থাকুক।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com