ভোলায় নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগে দিন দিন শিশুদের আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত এক মাসে ৪শ’ শিশু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৪ জনের। এখনও প্রতিদিনই চিকিৎসা নিতে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। সিট সঙ্কটের কারণে একই বেডে গড়ে ২/৩ শিশু রোগীকে গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে। অনেকেই ওয়ার্ডে জায়গা না পেয়ে বারান্দায় চিকিৎসা নিচ্ছে। রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে গিয়ে হিমশিম চিকিৎসক ও নার্সরা। স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, তীব্র গরম আর টানা বর্ষণে দ্বীপজেলা ভোলায় গত এক মাস ধরে শিশুদের মধ্যে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে বেশিরভাগই নিউমোনিয়া আক্রান্ত। এতে করে প্রতিদিন হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের শিশু ওয়ার্ডে বাধ্য হচ্ছে এক একটি বেডে একাধিক রোগী গাদাগাদি করে চিকিৎসা নিতে। হাসপাতালের ৩০ শয্যার শিশু ওয়ার্ডে শুক্রবার ১০ জন নতুন ভর্তি হয়েছে। বর্তমানে অর্ধশতাধিক রোগী চিকিৎসা নিচ্ছে।
ভোলা সিভিল সার্জন দফতরের পরিসংখ্যানের তথ্য মতে, গত এক মাসে জেলায় ৪০০ শিশু নিউমোনিয়াসহ ঠা-াজনিত রোগে আক্রান্ত হয়েছে। যাদের মধ্যে ৩ জন ভোলা সদরে ও একজন চরফ্যাশন উপজেলায় মারা যায়।
সরেজমিনে দেখা যায়, অনেকেই ওয়ার্ডে জায়গা না পেয়ে বারান্দায় চিকিৎসা নিচ্ছে। এতে করে তারা চরম দুর্ভোগ পোহাচ্ছে। অভিভাবকরা শিশুদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। রোগীর অভিভাবকরা জানান, তারা সিট না পেয়ে কষ্ট করে বাধ্য হয়ে এক সিটে ২/৩ শিশু রোগীকে নিয়ে চিকিৎসা নিচ্ছেন। তাদের কষ্ট হলেও কিছুই করার নেই। শুধু ভোলা সদর হাসপাতাল নয়, জেলার সাত উপজেলার প্রতিটি হাসপতালের একই চিত্র। হঠাৎ করেই শিশুদের নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় রোগীদের চিকৎসা সেবা দিতে গিয়ে হিমশিম চিকিৎসক ও নার্সরা। ভোলা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ তামান্নায়ে হাবিবা জানান, অনেক কারণেই নিউমোনিয়া রোগীর সংখ্যা বাড়তে পারে। তার মধ্যে সম্ভবত আবহাওয়াজনিত কারণে শিশুদের ঠান্ডাজনিত রোগ বাড়তে পারে। ডাক্তার ও নার্সের সঙ্কট থাকা সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com