ভোলা প্রতিনিধি:
ভোলায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ উপহার বিতরণ করেছে সদর উপজেলা প্রশাসন। ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের মাঝিরহাট এলাকার আশ্রয় প্রকল্পের ক্ষতিগ্রস্থ অর্ধশতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার পৌছে দেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, ১০ কেজি চাল, ১ কেজি ডাল, চিনি ১ কেজি, চিড়া ২ কেজি, তৈল ১ কেজি, নুডুস ৫০ গ্রাম, ১ কেজি লবণ। ত্রাণ বিতরণে আরও উপস্থিত ছিলেন, ভেদুরিয়া ইউপি চেয়ারম্যান তাজল ইসলাম মাস্টার, ইউনিয়ন আ’লীগের সেক্রেটারী আবদুল হাই, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সদস্য সচিব আদিল হোসেন তপু প্রমুখ। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান খান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভোলার বিভিন্ন এলাকায় অতি জোয়ারের পানিতে ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারকে চিহ্নিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী হিসেবে বিনামূল্যে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে এই ত্রান সামগ্রী পৌছে দেয়া হচ্ছে। প্রথম দিনে আমরা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের আশ্রয় প্রকল্পের ক্ষতিগ্রস্থ অর্ধশতাধিক পরিবারকে ত্রাণ দিয়েছি। জেলার বাকি ক্ষতিগ্রস্তদের মাঝেও পর্যায়ক্রমে ত্রান বিতরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com