ভোলা প্রতিনিধি:
ভোলায় প্রতিদিনই বাড়ছে করোনা শনাক্তের সংখ্যা। গত মাসের তুলনায় চলতি মাসে করোনা শনাক্তের সংখ্যা পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে।
জুন মাসের ৩০ দিনে ভোলায় করোনা শনাক্ত হয় ১৩৪ জনের। ওই মাসে দৈনিক গড় শনাক্তের সংখ্যা ছিল প্রায় ৪ জন করে। ওই মাসে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি হন ১৩২ জন। যার দৈনিক গড় দাঁড়ায় ৪ জনের একটু বেশি। সেখানে জুলাই মাসের প্রথম ১২ দিনে শনাক্ত হন ২৩৩ জন, যা আগের মাসের তুলনায় পাঁচগুণ বেড়ে দৈনিক গড় শনাক্তের সংখ্যা দাঁড়ায় প্রায় ২০ জন করে। এ মাসের প্রথম ১২ দিনে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি হন ৮২ জন। যার দৈনিক গড় হিসেব দাঁড়ায় প্রায় ৭ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ৯২ জনের নমুনা পরীক্ষা করে নতুন আরো ৩৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ২৪ জন ভোলা সদর, ৩ জন দৌলতখান, ৯ জন বোরহানউদ্দিন ও ১ জন লালমোহন উপজেলার বাসিন্দা। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪০.২১ শতাংশ। একদিন আগে শনাক্তের হার ছিল ৬৭.৩০ শতাংশ। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা ২ হাজার ২৯৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ২৬ জনের। ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এসব তথ্য নিশ্চিত করেন। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ২ হাজার ২৯৩ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৪১ জন। করোনা আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৩৩ জন ভর্তি রয়েছে। এ পর্যন্ত ভর্তি হয়েছেন ৯১৫ জন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৬ জনের।
সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ১৬ হাজার ১১১ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com