মোঃ রাকিবুল ইসলাম রুবেল ভোলা প্রতিনিধি
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হওয়ায় ভোলার অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটের সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ)।
রোববার (২৩ অক্টোবর) রাত ৯টায় শুধু অভ্যন্তরীণ রুটে এবং সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকে দূরপাল্লার রুটেও নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।
ভোলা নদী বন্দরের (বিআইডব্লিউটিএ) সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বন্দ হওয়া রুটের মধ্যে ভোলা-ঢাকা, ভোলা-লক্ষীপুর, ভোলা-আলেকজেন্ডার ও ভোলা-পটুয়াখালী রুট রয়েছে।
তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ নটিক্যাল বেগে প্রবাহিত হচ্ছে। এছাড়াও জেলায় ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। নদী কিছু টা উত্তাল থাকলেও নদীর পানি এখনও বিপৎসীমা অতিক্রম করেনি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় জেলার ৭৪৬টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা সহ ৮টি কন্ট্রোল রুম খোলা হয়েছে । প্রস্তুত রাখা হয়েছে ১৩ হাজার ৬৬০ জন দূর্যোত প্রস্তুতি স্বেচ্ছাসেবী। এছাড়াও জেলার প্রতিটি ইউনিয়নে একটি করে ৭০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com