ভোলা প্রতিনিধি:
ভোলায় করোনা সংক্রামণ রোধে কঠোর বিধিনিষেধের তোয়াক্কা না করে লক্ষ্মীপুর থেকে ফেরি ও ট্রলারে করে শত শত যাত্রী ইলিশাঘাট দিয়ে নদী পথে ভোলায় প্রবেশ করছে। এসব স্থানে মানা হচ্ছে না কোনো ধরনের স্বাস্থ্যবিধি। যে যেভাবে পারছে, গাদাগাদি করে পারাপার হচ্ছে। তবে গণপরিবহণ বন্ধ থাকায় পথে পথে সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন তারা। অনেকেই পায়ে হেঁটে, আবার কেউ কেউ রিকশা কিংবা ভাড়ায় চালিত মোটর সাইকেলে করে গন্তব্যে যাচ্ছেন। স্থানীয়রা জানান, লক্ষ্মীপুর মজু চৌধুরী ফেরিঘাট থেকে 'কলমিলতা' নামের একটি ফেরি ৫ শতাধিক যাত্রী নিয়ে ভোলার ইলিশা ফেরিঘাটে পৌঁছায়। এদের অধিকাংশকেই মানছেন না স্বাস্থ্যবিধি। সরকারি ছুটির ঘোষণায় রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকে তারা স্বজনের কাছে ফিরছেন। এদিকে গণপরিবহণ বন্ধ থাকায় ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ডে অটোরিকশা ও ভাড়ায় চালিত মোটর সাইকেলে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছে এসব মানুষ। এতে করে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। সব বন্ধ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে এমন ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে বলে জানান যাত্রীরা। অপরদিকে ভোলা শহরে ওষুধ, মুদি ও কাঁচাবাজার ছাড়া সব দোকান বন্ধ থাকলেও মানুষের রাস্তাঘাটে চলাফেরা ছিলো চোখে পড়ার মতো। রিকশা ও অটোতে মানুষের চলাফেরা ছিলো স্বাভাবিক।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com