ভোলা প্রতিনিধি:
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে সরকার ঘোষিত এক সপ্তাহের কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে ভোলা শহরের বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসনের সাথে কাজ করছে নৌবাহিনীর সদস্যরা। কেউ যেন ঘরের বাইরে বের হয়ে বাজারে ঘুরাফেরা ও আড্ডা না দেয় সে জন্য সাধারণ মানুষকে সচেতন করছেন তারা।
লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের ১৯টি ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে ২১টি চেকপোস্ট এবং ১১টি মোবাইল টিম মাঠে কাজ করছে। প্রথম দুই দিনে লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ভোলার সাত উপজেলায় ৩৬০ জনকে ৩ লাখ ৩২ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড করা হয়।
এছাড়া ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে ভোলা জেলায় গত ২৪ ঘণ্টায় ৪ জন নতুন আক্রান্ত হয়েছে। জেলায় মোট আক্রন্তের সংখ্যা ২০৭২ জন এবং সুস্থ হয়েছে ১৯৯২ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৬ মারা গেছেন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com