স্টাফ রিপোর্টার
পুতুলনাচের ইতিকথা উপন্যাসটিও ভীষণ প্রিয়। পুতুলনাচের ইতিকথা অবলম্বনে নির্মিতব্য সিনেমায় অভিনয় করছি, এটা ভীষণ ভালো লাগার ব্যাপার। জয়ার সঙ্গে এ সিনেমায় আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায় ও আবীর চট্টোপাধ্যায়। এদিকে, সম্প্রতি জয়ার সাফল্যের মুকুটে আরও একটি নতুন পালক যুক্ত হয়েছে। ওপার বাংলার চলচ্চিত্র সাংবাদিকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট এসোসিয়েশন অ্যাওয়ার্ডে (ডাব্লিউএফজেএ) সেরা অভিনেত্রী হয়েছেন তিনি। ১৩ই ফেব্রুয়ারি বাংলাদেশের অভিনেত্রীর হাতে সেরার পুরস্কার তুলে দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অতনু ঘোষের ‘বিনিসুতোয়’-এর জন্য পুরস্কার পেয়েছেন এ নায়িকা। নীল মসলিনের শাড়িতে মঞ্চে হাজির হয়েছিলেন জয়া। হাই নেক-ফুল হাতা ব্লাউজ পরেছিলেন শাড়ির সঙ্গে। কানে ও গলায় ভারি জড়োয়ার গয়না। জয়ার এই রূপের প্রশংসা করেছেন সকলেই। জয়া এই অর্জনের ব্যাপারে বলেন, এই পুরস্কার দেয়ার জন্য সম্মানিত বিচারকদের বিশেষভাবে ধন্যবাদ। এ ছাড়া অতনুদা ও পুরো ‘বিনিসুতোয়’ টিমকে ধন্যবাদ জানাই আমার ওপর আস্থা রাখার জন্য। দর্শকদের জন্য ভালোবাসা। ভারতে জয়ার অভিনীত প্রথম ছবির নাম ‘বিসর্জন’। এরপর ‘বিজয়া’, ‘কণ্ঠ’, ‘ক্রিসক্রস’র মতো একাধিক ছবিতে কাজ করেছেন। বছরের অনেকটা সময় কাজের সূত্রে সেখানেই থাকেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com