কয়েকদিন আগে আমি ঢাকায় গিয়েছিলাম। ঢাকা থেকে পিরোজপুর ফেরার লঞ্চে সিয়ামের সঙ্গে দেখা হয় আমার।
‘ভালো বই পড়লে ভালো মানুষ হবে’
আব্দুল্লাহ আল মাসুম :
সিয়াম বই পড়তে পছন্দ করে। বই থেকে সে প্রতিনিয়তই নতুন নতুন বিষয় জানতে পারে। তাই কোথাও যাবার সময় সঙ্গে একটি বই বা ম্যাগাজিন রাখেই। ফলে সময়টা বেশ ভালো কাটে তার।
সিয়ামের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায়। পড়াশোনার পাশাপাশি ছোট্ট একটা চাকরিও করতে হয় তাকে। সিয়াম ১৭ বছর বয়সী কিশোর। সে ঢাকার মুগদা এলাকায় একটি কারখানায় ছবি বাঁধানোর ফ্রেম তৈরির কাজ করে। এসএসসি পরীক্ষা দেওয়ার পর আর পড়াশোনা করা হয়ে ওঠেনি তার। তবুও পড়তে ভালোবাসে সে।
যতটুকু সময় পায় সে পড়াশোনায় মন দিতে চেষ্টা করে। সামনে পরীক্ষা উপলক্ষে লঞ্চে করে ঢাকা থেকে মঠবাড়িয়া তার গ্রামের বাড়ি যাচ্ছে। লঞ্চের দীর্ঘ সময়টা বই পড়ে পার করার সিদ্ধান্ত নিয়েছে সে।
কয়েকদিন আগে আমি ঢাকায় গিয়েছিলাম। ঢাকা থেকে পিরোজপুর ফেরার লঞ্চে সিয়ামের সঙ্গে দেখা হয় আমার।
আমি তাকে বই পড়তে দেখে কথা বলার জন্য খুব আগ্রহী হয়ে উঠি। আমরা পরিচিত হই এবং অনেক সময় ধরে গল্প করি।
সিয়াম বলে, গল্প, উপন্যাসের বই তার পছন্দ। গল্প পড়লে আনন্দের পাশাপাশি অনেক কিছু শিখতেও পারে সে। আর গল্প পড়লে কখনোই তার পড়ায় বিরক্তি আসে না।
বলছিল, “পড়ার জন্য আলাদা করে তেমন সময় পাই না, তাই যাত্রাপথটাকেই কাজে লাগাই। সঙ্গে কেউ না থাকায় বই-ই হয় আমার সঙ্গী। সময়টা খুবই ভালো কাটে এতে।”
আমাদের দেশে এক সময় বাসে বা ট্রেনে বই, ম্যাগাজিন আর পত্রিকা পড়ার একটা রীতি ছিল যা এখন হারিয়ে গেছে। মোবাইল ফোন আসায় আমরা এখন বই বা পত্রিকার গন্ধই ভুলে গেছি অনেকে।
সে বলছিল, সবাইকে বেশি বেশি বই পড়তে হবে। ভালো মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com