অনলাইন ডেস্কঃ
করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেছে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার সকালে এতথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি হিসেবে মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়ালেও; এর প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে হিমশিম খাচ্ছে এশিয়ার এই দেশ। প্রতিদিনই বাড়ছে মৃত্যু; বাড়ছে সংক্রমণও।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনার কেন্দ্রভূমি হয়ে উঠেছে ভারত। দুই কোটি ৬০ লাখের বেশি সংক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে আছে এই দেশ।
মৃতের হিসেবে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় অবস্থানে ভারত। সর্বশেষ এক মাসেরও কম সময়ে করোনায় দেশটিতে এক লাখ মানুষের মুত্যু হয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২২ হাজার ৩১৫ জন। এর মধ্যদিয়ে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছালো দুই কোটি ৬৭ লাখ ৫২ হাজার ৪৪৭ জনে।
গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে আরও ৪ হাজার ৪৫৪ জনের। এর ফলে দেশটিতে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৩ হাজার ৭২০ জনে।
২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৯২টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com