মো. নাঈম হাসান ঈমন : পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় প্রতি বছরের ন্যায় এবছরও (১১তম) ভান্ডারিয়া উন্নয়ন পরিষদের শীতবস্ত্র বিতরন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
গত ১৩ জানুয়ারী হতে ১৭ জানুয়ারী পর্যন্ত এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। তিনশতাধীক গরীব অসহায়ের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
১নং ভিটাবাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড, ২নং নদমুলা শিয়ালকাঠী ইউনিয়নের ১নং ওয়ার্ড, ৩নং তেলিখালি, ৪নং ইকরি ইউনিয়নের ২ নং ওয়ার্ড, ৫নং ধাওয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড, ভান্ডারিয়া পৌরসভার ২নং ওয়ার্ড, ৭ নং গৌরীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে শীতবস্র বিতরন করা হয়েছে।
বিভিন্ন ইউনিয়নের শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ৩নং তেলিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামসুদ্দিন হাওলাদার, উপজেলা যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপু, মোঃ ফোরকান হাওলাদার, মোহনা টিভির জেলা প্রতিনিধি এইচ.এম জুয়েল, মোঃ মহারাজ। সভাপতিত্ব করেন ভান্ডারিয়া উন্নয়ন পরিষদের সহ সভাপতি মোঃ আল আমিন হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারন সম্পাদক মোঃ সোহাগ সিকদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা মোঃ সামসুদ্দিন খান শিপলু, সহ সভাপতি জিল্লুর রহমান সাজু, মোঃ মিরাজ সিকদার, মোঃ আমিনুল ইসলাম খান, যুগ্ম সাধারন সম্পাদক কামরুজ্জামান টুকু ফরাজী, মোঃ সজিব আহসান, সাংগঠনিক সম্পাদক কাজী রাসেল, মোঃ হাফিজুর রহমান সুমন, অমি খান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com