ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়া কলেজছাত্রীকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় দায়ের করা মামলায় মো. জহিরুদ্দিন অন্তু সরদার (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে সোমবার রাতে ভুক্তভোগী মেয়েটি ভাণ্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তার মো. জহিরুদ্দিন অন্তু সরদার পৌর শহরের উত্তর পূর্ব ভাণ্ডারিয়া মহল্লার মো. মোশারফ হোসেন সরদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মো. জহিরুদ্দিন অন্তু সরদার চলতি বছরের ১৫ এপ্রিল কলেজ পড়ুয়া ওই তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের কথা বলে উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রমের নির্মাণাধীন একটি ভবনের ছাঁদে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটিকে একই কায়দার গত ৫ মে উপজেলার আমান উল্লাহ কলেজ সংলগ্ন পরিত্যক্ত একটি ভবনের ছাঁদে নিয়ে ধর্ষণ করে। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে জহিরুদ্দিন অন্তুকে বিয়ের চাপ দেয়। কিন্তু অভিযুক্ত ওই যুকক ভুক্তভোগী তরুণীকে বিয়ে না করার সিদ্ধান্ত জানিয়ে দেয়। মেয়েটি বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।
ভাণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, এ ঘটনায় মেয়েটি বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। এ মামলার প্রধান আসামি মো. জহিরুদ্দিন অন্তু সরদারকে গ্রেপ্তার করে মঙ্গলবার পিরোজপুর জেল হাজতে পাঠিয়েছে। এছাড়া ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com