মেহেদী হাসান রাব্বি, বেতাগী : বরগুনার বেতাগীতে কালবৈশাখীর ঝড়ে বসত ঘরের টিনের চালা উড়িয়ে যাওয়ায় খোলা আকাশের নিচে পরিবারটি আহাজারি করছে।
জানাগেছে, উপজেলার বুধবার সকাল ৮ টার দিকে হঠাৎ কালবৈশাখীর ঝড়ে নিঃশ্ব একটি পরিবার। ৫নং বুড়া মজুমদার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দক্ষিণ করুনা গ্রামের বাসিন্দা মোঃ আলী আহম্মদ(৬০) ওরেফে খানজুর বসত ঘরের টিনের চালা উড়িয়ে নিয়েছে, ঘরে থাকা সাংসারিক মালামালও বৃষ্টির পানিতে নষ্ট হয়েছে। আমন ধানের চাউলের ড্রামে পানি ডুকেছে, ভিজে গিয়েছে টিভি সহ ইলেকট্রনিক্স মালামাল ,ছোট-বড় নানা প্রজাতির গাছ পালা ঝড়ের তান্ডবে ভেঙ্গে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। এরই মধ্য একটি রাত কাটাতে হয়েছে খোলা আকাশের নিচে স্ত্রী, কলেজ পড়ুয়া এক ছেলে ও এক যুবতী মেয়েকে নিয়ে।
মোঃ আলী আহম্মদ একটি বেসরকারি ফার্মে টাইপ রাইটারের চাকরি করত, চোখে কম দেখায় চাকরি হারিয়ে দু'বছর হয় বাড়িতে অসহায় জীবনযাপন করত।
মোঃ আলী আহম্মদ জানিয়েছে, মহামারী করনের মধ্যে সংসার চালাতেই ধুম। এরমধ্যে আবার ঝড়ে টিনের চাল নিয়ে গেছে। নতুন করে মেরামত করার অর্থের অভাবে কত দিন খোলা আকাশের নিচে স্ত্রী ছেলেমেয়ে নিয়ে থাকতে হবে জানিনা।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com