সিপাহী,বেতাগী,প্রতিনিধিঃ
সরকারের নির্দেশনা উপেক্ষা করে বরগুনার বেতাগীতে গরুর হাট বসানো হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯ ঘটিকার সময় দূর্জয় বেতাগী চত্বরে এই হাট বসে। হাটে বিভিন্ন জায়গা থেকে গরু ব্যবসায়ীরা গরু নিয়ে আসে। গরু কিনতে উপস্থিত হন বহু ক্রেতা। দেখা যায়নি কারও মূখে মাক্স। উপজেলা প্রশাসনের লকডাউন বাস্তবায়নে মাঠে থাকার কথা থাকলেও দেখা যায়নি আজ।
দেখা গেছে চত্বরের পাশেই বেতাগী সদর হাসপাতাল। করোনা পরিস্থিতিতে হাসপাতালে করোনা আক্রান্ত রোগীরা থাকায় উক্ত হাটে আসা বিভিন্ন মানুষের সমাগম ভালো মনে করছে না সচেতন নাগরিকরা।
ইজারাদারদের সাথে কথা বললে তারা বলেন " এমনিতেই হাটে কম আইছে লোক এছাড়া স্বাস্থ্যবিধি মেনেই হাট বসানো হইছে"
এই বিষয়েবেতাগী উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ সুহৃদ সালেহীন বলেন "স্বাস্থ্যবিধি মেনে গরুর বাজার বসানো হয়েছে, যদি কেউ স্বাস্থ্যবিধি উপেক্ষা করে তবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com