অলি আহমেদ ঃ
বরগুনার বেতাগীতে ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজ শেষ হতে না হতেই ভবনের সম্মুখভাগ ধসে পরেছে। তবে এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি।
জানা গেছে, উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের চান্দখালী বাজারে ২০২০ সালের শেষ দিকে ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণের কাজ শুরু হয়। কাজ শুরু কয়েক মাসের মাথায় বৃহাস্পতিবার (১৮ ফ্রেরুয়ারি) সকাল এগারটার দিকে ঠিকাদারের লোকজন সেন্টারিং খোলার সময় হঠাৎ ভবনের সম্মুখভাগ ধসে পরে। ১ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে একটি প্যাকেজের এলজিইডি দরপত্র আহবান করে। প্যাকেজের অংশ হিসেবে বেতাগীর ঠিকাদারি প্রতিষ্ঠান খান এন্টার প্রাইজ ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজ শুরু করে।
কাজিরাবাদ ইউনিয়নের তহশীলদার মো: মহসিন জানান, ‘আমি নির্মানাধীণ নতুন ভবন সংলগ্ন অফিসের ভেতরে বসা ছিলাম। হঠাৎ বিকট শব্দ পেয়ে দেখি ভবনের সম্মুখভাগ ধসে পরেছে। ঠিকাদারের লোকজন সেন্টারিং খোলার কাজ করছে। তবে কোন ক্ষয়ক্ষতি হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি বলেন, অসতর্কতার কারণে সমস্যা হয়েছে। এতে আসল ভবনের কোন ক্ষতি হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীন বলেন, শোনার পর এ বিষয় আমি সার্বিক খোজ নিয়ে জেনেছি ঠিকাদারের লোকজন দীর্ঘদিন কাজটি ফেলে রাখায় অসতর্কতার কারণে সমস্যা হয়েছে। এটি ভবনের বাহিরের অংশ। তবে এতে বড় ধরনের কোন সমস্যা হবেনা। ইতোমধ্যে ঠিকাদারকে সঠিকভাবে কাজ শুরু করার নির্দেশ দিয়েছি।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com