বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনিতে রুপালী সঞ্চয় ঋণদান সমবায় সমিতির উদ্যোগে ইফতার সমগ্রী, লুঙ্গি ও ঔষধ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০ ঘটিকায় ফুলতলা বাজার সংলগ্ন রুপালী সঞ্চয় ঋণদান সমবায় সমিতির কার্যালয়ের সামনে এ মানবিক সহায়তা কর্মসূচিতে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাপ্তাহিক বিষখালী সম্পাদক আব্দুস সালাম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক প্রভাষক মোহাম্মাদ শাহাদাত হোসেন, সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সমাজ সেবক মো. শামীম হোসেন, সদস্য মোসা. রোমানা আক্তার প্রমুখ।
এ সময় ৫০ জন হতদরিদ্র দের মাঝে লুঙ্গি, ১ শত অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও ডা. প্রশান্ত ডাকুয়ার মেডিকেল টিম পরিচালনার মাধ্যমে ৩শ জন রোগীর মাঝে ঔষধ বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com