পটুয়াখালী প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহার দাবীতে পটুয়াখালীতে জেলা যুব দলের মানববন্ধন কর্মসূচী পালিত।
গতকাল শুক্রবার বেলা ১১টায় বনানী হোটেল সংলগ্ন সড়কে জেলা যুব দলের মানববন্ধন কর্মসূচী পালন কালে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মোঃ মনিরুল হক লিটন, সহ-সভাপতি এ্যাডভোকেট রুহুল আমিন রেজা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ ইমরুল আহসান, মোঃ শাহিন মিয়া, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট বদিউজ্জামান তাহের, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আরিফ প্রমুখ।
বক্তারা অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করার জোরদাবী জানান। মানববন্ধন শেষে যুবলীগ কর্মীরা মিছিল করার উদ্যোগ নিলে পুলিশের বাধায় মিছিল বন্ধ হয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com