বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে এ পর্যন্ত ২৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে ৪ মেয়রপ্রার্থীসহ ৯২ জন মনোনয়নপত্র দাখিলও করেছেন।
সোমবার (১৫ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে বিসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সর্বোশেষ সোমবার জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রকৌশলী ইকবাল হোসেন তাপস মনোনয়নপত্র দাখিল করেছেন। এর আগে আওয়ামী লীগ মনোনীত আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত), জাকের পার্টির মিজানুর রহমান হাওলাদার ও স্বতন্ত্র প্রার্থী আলী হোসেন হাওলাদার মনোনয়নপত্র দাখিল করেছেন।
তবে মনোনয়নপত্র নেওয়া ১০ মেয়র প্রার্থীর মধ্যে এখনও দাখিল করেননি ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, স্বতন্ত্র হিসেবে দলটির বরিশাল জেলা কমিটির সভাপতি মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা প্রয়াত আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রুপন, লুৎফর কবির,
মো. আসাদুজ্জামান, নেছার উদ্দিনসহ ৬ জন।
অপরদিকে কাউন্সিলর সাধারণ পদে ১৭৯ জন এবং সংরক্ষিত আসনে ৪৪ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ৬৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ২২ জন মনোনয়নপত্র দাখিলও করেছেন।
প্রসঙ্গত, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ মঙ্গলবার (১৬ মে)। বাছাই ১৮ মে, প্রত্যাহারের শেষ তারিখ ২৫ মে। আর ভোট গ্রহণ করা হবে আগামী ১২ জুন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com