স্টাফ রিপোর্টার :
আগামী ১২ জুন বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন। নগর জুড়ে নির্বাচনী আমেজ।চলছে প্রচার প্রচারনা। কাউন্সিলর প্রার্থীরা তাদের নিজ নিজ এলাকায় সরব ।৩০ টি ওয়ার্ড নিয়ে গঠিত বরিশাল সিটি করপোরেশন এলাকার ১৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন সামজিদুল কবির বাবু। স্বজ্জন ও সৎ ব্যক্তি হিসেবে পরিচিত রয়েছে ১৫ নম্বর ওয়ার্ডসহ নগর জুড়ে। প্রচার প্রচারনায় রয়েছেন শীর্ষে। সমাজসেবায় আছেন এগিয়ে। ব্যবসায়ী ও তরুন সমাজসেবক সামজিদুল কবির বাবু বিজয়ী হলে ১৫ ননম্বর ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবেন বলে ঘোষনা দিয়েছেন।বাবুর নেই পিছু টান সুতরং তিনি ওয়ার্ডের সমস্যা সমাধান করবেন এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন ভোটারগন।
তিনি বিগত বছর ২ পর্যন্ত এলাকায় সাধারন মানুষের পাশে ছিলেন। চষে বেড়াচ্ছেন অলি গলি। জানা গেছে, শহরের মধ্যভাগ এলাকা হওয়ায় এখানের সর্বজন প্রিয় কাউন্সিলর ছিলেন মরহুম জাকির হোসেন জেলাল,কিন্তু ২০১৮ সালে বিভিন্ন রাজনৈতিক চাপে এখান থেকে কোন ব্যক্তি নির্বাচন না করায় লিয়াকত হোসেন লাভলু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কিন্তু নির্বাচিত হওয়ার পর এলাকায় কোন কাজের সাথে তিনি সম্পৃক্ত হন নি।এমনকি এলাকার মানুষ তাকে ঠিকমত চেনেও না।তার এই নিরবতায় মাঠে কাজ করে গেছেন বাবু,ফলে নির্বাচনে শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি।
সামজিদুল কবির বাবু বর্তমানে তরুন সমাজের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। ভোটারদের মাঝেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন সামজিদুল কবির বাবু জানান, দীর্ঘদিন অবহেলিত এই ওয়ার্ডটি মানুষের জীবনমান উন্নয়ন করতেই তিনি ভোটে দাঁড়িয়েছেন। জনগণের জন্য কাজ করা ছাড়া তার আর কোন উদ্দেশ্য নেই। নির্বাচিত হয়ে তিনি এই ওয়ার্ডের সাবেক জননন্দিত কাউন্সিলর জাকির হোসেন জেলালের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চান। তিনি দাবী করেন ৭৫ শতাংশ ভোটার বর্তমানে তাকেই প্রতিনিধি হিসেবে চায়। ওয়ার্ডে জলাবদ্ধতার মতো গুরুতর সমস্যা থাকলেও তার সমাধান মেলেনি। এই সমস্যায় ওয়ার্ডের সকল বাসিন্দারা ভুগলেও তাদের মেলেনি ন্যূনতম নাগরিক সুবিধা। যারা রাজনীতি করে তারা এ সকল সুবিধা কাউন্সিলর এর মাধ্যমে তাদের পরিচিতজনদের দিয়েছেন। তাই জনপ্রতিনিধি হয়ে এ সকল সুবিধা সকলের দোরগোড়ায় পৌঁছাতে চান। বাবু জানান, রাজনীতি না করলেও এই ওয়ার্ডের মানুষের সেবা তার বাবাও করেছেন। তিনিও একজন সেবক হিসেবে তার কাজ চালিয়ে যাবেন।কাউন্সিলর নির্বাচিত হতে পারলে জনগণের জন্য আরো কাজ করার চেষ্টা করবেন বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com