বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে ৬ মেয়র প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস উচ্চ শিক্ষিত। ইসলামী আন্দোলনের মুফতি ফয়জুল করীম পড়াশোনা করেছেন মাদ্রাসায়। আর নৌকার আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত হলফনামায় নিজেকে স্বশিক্ষিত বলে উল্লেখ করেছেন।
এদিকে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন জাপার প্রার্থী। এ ছাড়া ৩ বছর পর অভিমান ভেঙে বড় ভাই আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী শাহানারা বেগমের কবর জিয়ারত করেছেন নৌকার প্রার্থী ছোট ভাই খোকন সেরনিয়াবাত।
নির্বাচন কমিশন ও প্রার্থীদের তথ্য অনুযায়ী ৫ম পরিষদের সিটি নির্বাচনে এবারও শিক্ষাগত যোগ্যতায় এগিয়ে রয়েছেন জাপা ইকবাল হোসেন তাপস। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিএসসির পর জাপানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি নিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল সায়েন্সে মাস্টার্স করেছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ ফয়জুল করিম একজন দাওরায়ে হাদিস ও আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ।
বাংলাদেশ আওয়ামী লীগের আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত স্বশিক্ষিত বলে হলফনামা জমা দিয়েছেন। খোকনের নির্বাচনি মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা ফরহাদ বিন জাকির এ তথ্য নিশ্চিত করেছেন। জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু এইচএসসি পাশ ও স্বতন্ত্র প্রার্থী আলী হোসেন নিজেও স্বশিক্ষিত বলে নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com