নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডে ২০১৯-২০ নতুন অর্থ বছরে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার বই বিতরণ করা হয়েছে। ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার শনিবার সকালে সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে বইগুলো বিতরণ করেন। এখানে ১৫৫ টি বয়স্ক ও ৬০টি প্রতিবন্ধী ভাতার বই বিতরণ করা হয়েছে।
কাউন্সিলর জানান, সিটি মেয়র সেরনিয়বাত সাদিক আব্দুল্লাহ’র নির্দেশনার আলোকে বইগুলো যথার্থ নিয়মে এবং স্বচ্ছতা বজায় রেখে বিতরণ করা হয়েছে। ২০১৯-২০ নতুন অর্থবছরে ২১৫টি বই দেওয়া হয়েছে। তবে পরবর্তীতে এই সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে।বই বিতরণ পূর্ব কাউন্সিলর কার্যালয়ে সিটি মেয়র সেরনিয়বাত সাদিক আব্দুল্লাহ’র প্রয়াত মা শাহান আরা আব্দুল্লার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।’
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com