সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন তিনটি দ্বীপ ইউনিয়ন চরকাজল, চরবিশ্বাস ও দশমিনার চরবোরহান। প্রতীক্ষার অবসান ঘটল আজ মঙ্গলবার। বিদ্যুতের আলোয় আলোকি হবে বিচ্ছিন্ন তিনটি দ্বীপ ইউনিয়নের জনপদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার সুফল পাচ্ছে চরকাজল, চরবিশ্বাস ও চরবোরহান এ তিনটি ইউনিয়ন। মঙ্গলবার বিকেল চারটায় গলাচিপা উপজেলার চরকাজল মাধ্যমিক বিদ্যালয় মাঠে চরকাজল ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান রুবেলের সভাপতিত্বে বিচ্ছিন্ন দ্বীপ চরকাজল, চরবিশ্বাস ও চরবোরহান ইউনিয়নের পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহীন শাহ, উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মু. নিজাম উদ্দিন, ভোলা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. আবুল বাশার আজাদ, ভোলার চরফ্যাশন পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. মিজানুর রহমান, ভোলা পল্লী বিদ্যুৎ বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু সাঈদ, গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাশী নাথ দত্ত, জেলা আওয়ামী লীগের সদস্য মো. হারুন অর রশিদ মিয়া। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী মু. মজিবর রহমান, আবুল কালাম মো. ঈসা, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, চরবিশ্বাস ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সি, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফ আহমেদ আসিফ প্রমুখ ছাড়াও যুবলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মু. নিজাম উদ্দিন বলেন, ‘আমার গ্রামের বাড়ি চরকাজল। গত দশ বছর আগেও স্বপ্নেও ভাবিনি চরকাজলে বিদ্যুৎ আসবে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃপায় আমরা বিদ্যুৎ পেয়েছি। চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়নের জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।’
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com