নিজস্ব প্রতিবেদক:
অবশেষে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) থেকে বদলী হলেন আলোচিত এডিসি আবুল কালাম আজাদ। মঙ্গলবার(৩০ জুন) অতিরিক্ত ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-১) মোঃ মুনিবুর রহমান, পুলিশ হেড কোয়ার্টার্স ঢাকা স্বাক্ষরিত ৪৪.০১.০০০০.০১১.১৯.০০৩.১৯-১০৭১নং স্মারকের মাধ্যমে এ তথ্য জানা গেছে। তাকে বরিশাল রেঞ্জের ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলী করা হয়েছে। এরআগে সোমবার(২৯ জুন) বিএমপির উত্তর জোন থেকে দক্ষিন জোনে বদলীর আদেশ হয়েছিল। পরে মঙ্গলবার (৩০জুন) ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলীর আদেশ জারি হয়।জানা গেছে, পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা বিসিএস ২৭ তম ব্যাচের এ কর্মকর্তা ২০০৮ সালে পুলিশে যোগদান করেন। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তরের দায়িত্ব পালন কালে নানা কারনে তিনি আলোচিত-সমালোচিত। অবশেষে তার বদলীর খবরে জনমনে স্বস্তি দেখা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com