ঢাকা: হেফাজতের কর্মসূচিতে নাশকতার ঘটনায় পল্টন থানার এক মামলায় বিএনপি নেতা হাবিবুন নবী খান সোহেলসহ ১৩ জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার (৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ আদেশ জানান।
বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক শাহ আলম।
তিনি জানান, মামলাটির আজ ধার্য তারিখ ছিল। হাবিবুন নবী খান সোহেলের পক্ষে তার আইনজীবী সময় আবেদন করেন। আদালত সময় আবেদন নাকচ করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। অপর ১২ আসামি গরহাজির থাকায় তাদের বিরুদ্ধেও আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
জানা যায়, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলাম বাংলাদেশের ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা মহানগর অবরোধ কর্মসূচি ছিল। বিকেল ৩টার দিকে হেফাজাতে ইসলামের ব্যানারে হেফাজতে ইসলাম ও জামায়াত-শিবির মতিঝিলের শাপলা চত্বরের দিকে যেতে থাকে। তারা সরকারবিরোধী স্লোগানসহ নাশকতামূলক কর্মকাণ্ড ঘটায়। পুলিশের ওপর চড়াও হয়ে হত্যার উদ্দেশ্যে ইট-পাটকেলসহ ককটেলের বিস্ফোরষ ঘটায়।
এ ঘটনায় পল্টন মডেল থানার উপ-পরিদর্শক সঞ্জয় কুমার দাস ৬৯ জনের নামোল্লেখ করে মামলাটি দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com