অ্যাসাইনমেন্ট জমা দিয়ে বাড়ি ফেরার পথে বরগুনার বেতাগীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, বখাটেরা সেই শ্লীলতাহানির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ম্যাসেঞ্জারে ছড়িয়ে দিয়েছে। ওই শিক্ষার্থী বেতাগী উপজেলার হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
জানা যায়, গত ২৩ জুন বুধবার ওই স্কুলছাত্রী বিদ্যালয়ে অ্যাসাইনমেন্ট জমা দিতে আসে। বিদ্যালয়ের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে বিদ্যালয়ের সামনের গেট সংলগ্ন স্থানে ৬ জন যুবক পথরোধ করে টেনে বিদ্যালয় ভবনের দক্ষিণ পাশে পরিত্যাক্ত ইউনিয়ন পরিষদ ভবনের পেছনে নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণচেষ্টা ও শ্লীলতাহানির ভিডিও করা অবস্থায় ওই স্কুলছাত্রী চিৎকার শুরু করলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। এসময় লোকজন চলে আসলে বখাটেরা পালিয়ে যায়।
ভুক্তভোগীর বাবা জানান, ঘটনার পর প্রথমে লোকলজ্জার ভয়ে বিষয়টি চেপে যেতে চেয়েছি। কিন্তু যখন সবার মোবাইলে মেয়ের ভিডিও দেখতে পাই তখন, আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি। থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়সূত্রে জানা যায়, ওই বখাটেরা হলো স্থানীয় বাসিন্দা ইমন জোমাদ্দার, বাপ্পি তালুকদার, ইমরান, রণি, আসলাম, ইব্রাহিম হাওলাদার।
এ বিষয়ে বেতাগী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বার্তা বাজার’কে বলেন, এ নিয়ে একটা লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা মিলেছে। মামলা রুজু হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com