বরিশালের বাবুগঞ্জে স্কুল মাঠে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ২০৫ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।
শুক্রবার ভোরে মামলাটি করেন থানার এসআই আবদুল হান্নান।
বিষয়টি নিশ্চিত করে বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান বলেন, মামলায় বাদী নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড করে জনমনে ভীতি সঞ্চার করার উদ্দেশে ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগ করেছেন। মামলায় নামধারী ৫৫ জন এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। তবে মামলার তদন্তের শর্তে নাম প্রকাশ করা যাচ্ছে না।
তিনি আরও জানান, ককটেল বিস্ফোরণর ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। গ্রেফতারের জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
মামলার বিষয়ে জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন বলে, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ বানচাল করতে প্রশাসন নিজেরা ঘটনা ঘটিয়ে নিজেরাই বাদী হয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দিয়ে হয়রানি করছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের ঈশ্বর নারায়ণ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com