শামীম মীরঃ
বরিশাল বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঠাকুরমল্লিক গ্রামের মনির হাওলাদার (৪৫) নামের এক গাছশ্রমিক বজ্রপাতে নিহত হয়েছে। নিহত মনির মৃত নাজেম আলী হাওলাদারের পুত্র।জানাগেছে,বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের মিয়ারচর নামক স্থানে গাছ কাটার সময়ে ডাল ট্যাংতে যেয়ে বজ্রপাতে নিহত হন তিনি।ঘটনাটি ঘটে রোববার দুপুর প্রায় দেড়টার দিকে। এ সময় ফারুক বাবুর্চি (৪০) নামে আরো এক গাছ শ্রমিক আহত হন। আহত ফারুক বাবুর্চির বাড়ি আগরপুর গ্রামে। তবে আহত ফারুক প্রাথমিক চিকিৎসা নেয়ার পর কিছুটা সুস্থ আছে।
জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার মোঃ তারিকুল ইসলাম তারেক বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com