বাবুগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জে গরুতে কলা গাছ খাওয়ার প্রতিবাদ করায় প্রতিপক্ষের উপুর্যপুরী ধারালো ছুরিকাঘাত ও দায়ের কোপে গুরুত্বর আহত অবস্থায় ৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
রবিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার দেহেরগতি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চরমলেঙ্গা নামক এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন রফিক হাওলাদার(৩৫),ইদ্রসি (২৭),রশিদ হাওলাদার(৩৮),গোলাপি বেগম(৫০),বাপ্পারাজ(২৩)।
এদের মধ্যে ছুরিকাঘাতে রফিক হাওলাদরের পেটের ভূরি বের হয়ে যাওয়ায় শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
বাকিরা সবাই মাথা, হাত ও পায়ে গুরুত্বর জখম অবস্থায় শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। জানাযায়, রবিবার দুপুরে গোলাপি বেগমের জমিতে রোপিত একটি কলা গাছ প্রতিপক্ষ হানিফের গরুতে খেয়ে ফেলে।
রাত ৯টায় বিষয়টি গোলাপি বেগম হানিফের ছেলে মোবারকের কাছে প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়।
এসময় মোবারক ক্ষিপ্ত হয়ে গোলাপি বেগমকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। গোলাপি বেগমের ডাক চিৎকারে স্বজনরা ছুটে আসলে তাদেরকে হত্যার উদ্দিশ্যে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। রাতেই আহতদের স্থানীয়রা উদ্বার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ধারলো দেশিয় অস্ত্রসহ হামলায় অংশগ্রহণ করে হারুন হাওলাদার(৪০),লিটন(৩৮),শাওন(২০),সিয়াম(২২),মোবারক(২১)সহ কয়েকজন। এসময় লিটন ও তার স্ত্রী নার্গিস আহত হয়ে শের ই বাংলায় ভর্তি হন।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মাহবুবুর রহমান বলেন, তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়। এঘটনায় অভিযোগের ভিত্তিত্বে মামলা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com