বানারীপাড়া প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া ভুমি অফিসের অফিস সহকারী কবির হোসেন বিরুদ্ধে ঘুষ বানিজ্য, অনিয়ম ও দূর্নীতি অভিযোগ।
১ সেপ্টেম্বর বৃহস্পতিবার পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা ভুক্তভোগী সজল চৌধুরী, পিতাঃ মো: জাকির হোসেন বরিশাল জেলা প্রশাসকের নিকট উপস্থিত হয়ে এ অভিযোগ পত্র দাখিল করে।
অভিযোগে জানা গেছে, সজল চৌধুরী ও শিক্ষক হায়দার আলীর কাচ থেকে অফিস সহকারী কবির হোসেন মিউটেশন কেসের জন্য ৯ হাজার টাকা করে ২ জনের কাছ থেকে ১৮ হাজার টাকা। যা তারা সরকারি ফি মনে করে দেয়। এরপর তারা জানতে পারে মিউটেশন কেসের সরকারি ফি মাত্র ১১০০ টাকা। তাই বাকি টাকার কথা জানতে চাওয়ায় তাদের উপর ক্ষিপ্ত হয় এবং ক্ষমতা বল দেখান।
অপর দিকে, ২৯ মে মলুহার গ্রামের জাহাঙ্গীর হোসেন জেলা প্রশাসক বরাবর একটি লিখত অভিযোগ দাখিল করেন। তার অভিযোগ ই নামজারি আবেদন করার পর তার ডিসিআর এর ফি অনলাইনে দেয়া গেলেও বানারীপাড়া ভুমি অফিসের অফিস সহকারী কবির হোসেন তার সাথে দেখা করে তাকে খুশি করে কাজ করার কথা বলেন। এলাকায় না থাকায় তার বড় বোন প্রেমেন্ট করতে গেলে সরকারি ফি ১১০০ টাকার পরিবর্তে ৩২০০ টাকা দাবী করেন। এ বিষয় কথা বলতে গেলে খারাপ ব্যাবহারের স্বীকার হন।
সাধারন মানুষ ভয়ে তার বিরুদ্ধে কিছু বলে না, এ অবস্থায় তার ঘুষ বানিজ্য ও অনিয়ম থেকে পরিত্রাণ চান এলাকার মানুষ।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com