এনামুল কবির পলাশ, বানারীপাড়া প্রতিনিধি:-
বরিশালের বানারীপাড়ায় ব্লাড ব্যাংকের উদ্দ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে র্যালী, আলোচনাসভা ও রক্তদাতাদের ক্রেস্ট প্রদান করা হয়েছে।
মহৎপ্রাণ যে সমস্ত মানুষের স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাতে সহযোগিতা করছেন তাদের সহ সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করাই এ দিবসের উদ্দেশ্য।
বিশ্বের নানা দেশ থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করে জানা যায়, ‘নিরাপদ রক্ত সরবরাহের’ মূল ভিত্তি হলো স্বেচ্ছায় ও বিনামূল্যে দান করা রক্ত। কারণ তাদের রক্ত তুলনামূলকভাবে নিরাপদ এবং এসব রক্তের মধ্য দিয়ে গ্রহীতার মধ্যে জীবনসংশয়ী সংক্রমণ, যেমন এইচআইভি ও হেপাটাইটিস সংক্রমণের আশঙ্কা খুবই কম। তাই মানবতার টানে ভয় নেই রক্তদানে স্লোগানকে সামনে রেখে ২০১৫ সাল থেকে সেচ্ছাসেবী রক্তদাতাদের নিয়ে মাইদুল ইসলাম রনির পরিচালনায় গড়ে ওঠে বানারীপাড়া ব্লাড ব্যাংক।
আজ ১৪ জুন বিশ্ব রক্ত দাতা দিবস উপলক্ষে বানারীপাড়া ব্লাড ব্যাংকের উদ্যোগে এক বর্নাট্য র্যালী বের হয়। র্যালী শেষে বানারীপাড়া ডিগ্রি কলেজ মিলনায়তনে বানারীপাড়া ব্লাড ব্যাংকের সভাপতি রুবেল ডাকুয়ার সভাপতিত্বে ও বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, বরিশাল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, বানারীপাড়া ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাইদুল ইসলাম রনি, মালয়েশিয়া থেকে ভার্চুয়ালি সংযুক্ত থেকে বক্তৃতা দেন বানারীপাড়া ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা মুক্তা চৌধুরী।
এছাড়াও বক্তৃতা দেন বানারীপাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন, বানারীপাড়া ব্লাড ব্যাংকের উপদেষ্টা ফয়েজ আহম্মেদ শাওন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান, মহিলা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস মেঘলা প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি স্বপন মাঝি, বানারীপাড়া ব্লাড ব্যাংকের মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক লিনা খান ও সুমাইয়া, বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিলের নবনির্বাচিত একমাকত্র ছেলে সদস্য আবু হুজায়ফা প্রিয়ন্ত।
অনুষ্ঠান শেষে ৪০ জন রক্তদাতাকে সম্মাননা ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com