এনামুল কবির পলাশ, বানারীপাড়া প্রতিনিধি:
বানারীপাড়া থানার অসুস্থ ওসি হেলাল উদ্দিন লুঙ্গি পড়ে অফিসে হাজির।
বরিশালের বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন পায়ুপথের পাশে বৃহৎ আকারের বিষফোঁড়া অপারেশনের কারনে প্রায় তিন সপ্তাহ ধরে গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী।
ছুটি নিয়ে নিজ বাসায় শয্যাশায়ী অবস্থায়েও বানারীপাড়ার আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে তিনি ইন্সপেক্টর (তদন্ত) মো. জাফর আহম্মেদসহ অপর পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন। অসুস্থ শরীরে শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তিনি অফিস করেন। বিষফোঁড়া অপারেশনে অসহ্য যন্ত্রণায় প্যান্ট পড়তে না পেরে লুঙ্গি পড়েই অফিস করেন।
নিষ্ঠাবান এ পুলিশ কর্মকর্তাকে লুঙ্গি পড়ে অফিস করতে দেখায় তার ওপর অর্পিত দায়িত্ব পালনে নিষ্ঠা ও আন্তরিকতার চিত্র ফুটে ওঠে। কর্তব্য পালনে লুঙ্গি পড়ে ওসিকে অফিস করতে দেখে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।
প্রসঙ্গত, দূরদর্শি সম্পন্ন চৌকস ও মানবিক পুলিশ ইন্সপেক্টর মো. হেলাল উদ্দিন বানারীপাড়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর থেকে এ উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com