এনামুল কবির পলাশ, বানারীপাড়া প্রতিনিধি :-
বরিশালের বানারীপাড়ায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় মৎস্য চাষ বিষয়ক ২ দিনের প্রশিক্ষণ সম্পন্ন।
২২ ও ২৩ মে (রবি ও সোমবার) উপজেলা হল রুমে মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে ২১-২২ অর্থ বছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় আরডি ও এফএফদের কার্প জাতীয় মাছ চাষ, কার্প - গলদা মিশ্র চাষ, কৈ- শিং চাষ ও নার্সারি ব্যাস্থাপনা বিষয়ক ২ দিন ব্যাপি প্রশিক্ষণ সম্পন্ন।
এ সময় ৬ টি গ্রুপে মোট ৩৬ জন মৎস্য চাষীদের এ মৎস্য চাষীদের প্রশিক্ষণ হয়।
এ সময় মৎস্য চাষের সম্ভাবনা, পারিবারিক ও বানিজ্যিক ভাবে মৎস্য চাষের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। মাছ রেনু থেকে পোনা, পোনা থেকে বড় মাছে রুপান্তর করতে পরিচর্যা, খাদ্য, রোগ বালাই দমনসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণার্থীরা জানান, আমরা অনেক ভাবে মাছ চাষে চেষ্টা করেছি। কিন্তু লাভবান হতে পারিনি। প্রশিক্ষণের মাধ্যমে আমাদের সমস্যা গুলো সমাধান পেয়েছি।
প্রশিক্ষন শেষে এক প্রশিক্ষণার্থী জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক মৎস্য চাষ সম্পর্কে জানতে পারলাম।
মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আধুনিক মৎস্য চাষের জন্য এ প্রশিক্ষণের ব্যাবস্থা করা হয়েছে। এর মাধ্যমে আধুনিক মৎস্য চাষ প্রযুক্তি গ্রাম পর্যায়ে পৌছে যাবে। এ ছাড়াও মৎস্য চাষীদের যে কোন পরামর্শের জন্য অফিসে অভিজ্ঞ কর্মকর্তা, কর্মচারী ও মাঠ সহায়ক কর্মী রয়েছে। সকলের সমন্বয়ে প্রযুক্তি সম্প্রসারিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com