এনামুল কবির পলাশ, বানারীপাড়া প্রতিনিধিঃ- বানারীপাড়ায় কম্বিং অপারেশন ও সচেতনতা সভায় মৎস কর্মকর্তা আবুল কালাম আজাদের সচেতনতায় উদ্ভুদ্ধ হয়ে অবৈধ বেহুন্দী জাল জমা দিলেন মৎস্য শিকারী পরিমল। যার বাজার মূল্য আনুমানিক ৪০ হাজার টাকা। এছাড়াও মৎস কর্মকর্তার নেতৃত্বে রাতে এক অভিজানে নদী থেকে আরও একটি জাল আটক করা হয় যার বাজার মূল্য ৬০ হাজার টাকা। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, তিনি বলেন অবৈধ জাল দিয়ে যারা মাছ শিকার করে তারা দেশ ও জাতির শত্রু। এ সময় পরিমলকে সকল ধরনের সহযোগীতা করার কথা জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী বিনয় ভুষন মল্লিক, ইউনিয়ন ক্ষেত্র সহকারী রুম্মান মিয়া, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের মাঠ সহকারী এনামুল কবির। ১৬ জানুয়ারি দুপুর ২ঃ৩০ মিনিটে সানজিদা রিক্তা এসি ল্যান্ড বানারীপাড়ার উপস্থিতে এ অবৈধ জাল পোড়ানো হয়।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com